ঠাকুরগাঁও: উত্তর বাংলার প্রাণের সংস্কৃতি বহন করে চলা শত বছরের ঐতিহ্যবাহী ধামের গান আবারও গুঞ্জন তুলেছে রুহিয়ার মাঠে-ঘাটে, গাঁও-গেরামে। পল্লি জনপদের আবেগ ভক্তি এবং আত্মার আরাধনায় পরিপূর্ণ এই লোকজ সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয় বরং এটি এক আধ্যাত্মিক সাধনার প্রতিফলন। গত শনিবার রাত থেকে রুহিয়া উত্তর মন্ডলাদাম, তালতলী, বৈরাগী হাট, গড়গড়িয়ার ধামসহ বিভিন্ন স্থানে শুরু হয় এই সংগীতানুষ্ঠান।চিরায়ত ধারার এই আসরে উপস্থিত ছিলেন হাজারো দর্শক-শ্রোতা। ধামের গান মূলত পাঁচালী, পালা ও সামাজিক যাত্রার সংমিশ্রণ।এখানে পুরুষ শিল্পীরা নারী চরিত্রে অভিনয় করে গান, নৃত্য ও হাস্যরসের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। এটি একটি পারিবারিক বিনোদন, যেখানে ছোট-বড় সবাই মিলে উপভোগ করে থাকে। কয়েকটি ধাম ঘুরে দেখা যায় লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণরাও ধামের তালে তালে হৃদয় মেলাতে হাজির...