১. ‘রেজিং বুল’তালিকায় এক নম্বরে আছে সাবেক মিডলওয়েট চ্যাম্পিয়ন জেক লামোত্তার আত্মজীবনী ‘রেজিং বুল: মাই স্টোরি’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘রেজিং বুল’। সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক মার্টিন স্করসেজি। লামোত্তার চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। এ ছাড়া অভিনয় করেছেন জো পেস্কি, ক্যাথি মরিয়ার্টি, ফ্র্যাঙ্ক ভিনসেন্ট। এই চরিত্রের জন্য রবার্ট ডি নিরো অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। এটি শুধু বক্সিংয়ের গল্প নয়, বরং এক বক্সারের ভেতরের অস্থিরতা, সন্দেহ আর রাগ কীভাবে তার ব্যক্তিগত জীবন ও খেলায় প্রভাব ফেলে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১ কোটি ৮০ লাখ ডলার। অস্কারে এটি আটটি বিভাগে মনোনয়ন পেয়েছিল, যার মধ্যে বেস্ট এডিটিং পুরস্কারও অন্তর্ভুক্ত। প্রথম দিকে বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি; আয় হয়েছিল ২ কোটি ৩০ লাখ ডলার। অনেকেই রক্তাক্ত দৃশ্যের জন্য...