মাগুরা: দেশব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ কর্মসূচি মাগুরা জেলায়ও শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে পিটিআই স্কুলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসিবুল ইসলাম এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হাই। বক্তারা বলেন, টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী কয়েক সপ্তাহ ধরে মাগুরা জেলার চারটি উপজেলা ও পৌর এলাকায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। মাগুরা জেলায় মোট দুই হাজার তিনশ’ একটি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর...