ঢাকা: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষের পর আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার রাতে শুরু হওয়া এ সংঘর্ষে আফগান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক সূত্র।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার, চাগাইসহ গুরুত্বপূর্ণ ১৯টি সীমান্ত পোস্টে অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এতে আফগান সেনাবাহিনীর একাধিক সদস্য নিহত ও আহত হন। পাকিস্তানের দাবি, এসব পোস্ট থেকে আত্মরক্ষা করতে না পেরে আফগান সেনা কর্মকর্তারা সেনাদের ফেলে রেখে পালিয়ে যান।এই ঘটনায় সীমান্ত অঞ্চলে উত্তেজনা বেড়েছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দুই দেশের সামরিক বাহিনী।পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ...