ঢাকা: বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিত পল বিয়া ক্যামেরুনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৮২ সাল থেকে। ৯২ বছর বয়সেও অবসরের কথা বিবেচনা না করে তিনি আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন।আগামী রবিবার ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অষ্টম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন পল বিয়া। খবর দ্য গার্ডিয়ান।যদিও তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, তবে বিরোধী জোটের বিভাজনের কারণে তাদের মধ্যে কেউই শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারছেন না। বয়সজনিত শারীরিক দুর্বলতা থাকলেও বিয়া ক্ষমতায় থাকার আগ্রহ হারাননি।গত সেপ্টেম্বরে ফরাসি রেডিও আরএফআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরুনের শ্রমমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক গ্রেগোয়ার ওওনা বলেন, ‘আমাদের প্রার্থী চমৎকার অবস্থায় আছেন এবং তিনি যা শুরু করেছেন, তা চালিয়ে যেতে সম্পূর্ণ...