এর আগে গত ২৪ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল-১ এ এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তদন্ত কর্মকর্তা মো.আলমগীর জানিয়েছেন জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যাকাণ্ড হয়েছে আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে ৫০টিরও বেশি জেলায়। সরকারি হিসেবে আন্দোলন দমনে ৩ লাখ ৫ হাজার রাউন্ড...