মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেছেন। সে সময় মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার প্রস্তাব দেন। রোববার (১২ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানায়, ড. মো. নাজমুল ইসলাম ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হাইকমিশনার মালদ্বীপে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর আর্থিক লেনদেন ও রেমিট্যান্স ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। তিনি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান যে, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং...