কর্মসূচিতে বিদ্যুৎ–বিভ্রাট ‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো’—নেসকোর কর্মকর্তাদের উদ্দেশে সারজিস পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে ১৬০ কিলোমিটার লংমার্চ শেষে গতকাল শনিবার জেলা শহরের শেরেবাংলা পার্কে পথসভায় বক্তব্যকালে বিদ্যুৎ চলে গেলে বেশ চটে যান এনসিপি নেতা সারজিস আলম। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের প্রত্যেক প্রোগ্রামে যারা এটি করেছে তারা রাজনৈতিক…(অশ্লীল শব্দ)। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো—তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।’ তিনি আরও বলেন, ‘নেসকো ও নেসকোর সঙ্গে জড়িত যারা আছেন তাদের হুঁশিয়ার করে বলি—এনসপি গত এক মাসে তিনটি প্রোগ্রাম করেছে তিন দিনই প্রোগ্রামের সময় বিদ্যুৎ চলে গেছে। একদিন হতো দুই দিন হতো কিছু বলতাম না। যখন প্রত্যেকবার হয় তখন আমরা মনে করি আপনারা এক একজন রাজনৈতিক…(অশ্লীল শব্দ)। আপনারা রাজনৈতিক চাটুকার পাচাটা। এজন্য এনসিপির প্রত্যেক...