শিক্ষার্থীদের কাছে সরাসরি গিয়ে ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে জোর প্রচারণা। নানা ধরনের লিফলেট কিংবা ব্যতিক্রমী সাজে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টায়ও কমতি নেই প্রার্থীদের। পুরো ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী আমেজ। ক্যাম্পাসের চায়ের আড্ডায় কিংবা ক্লাসরুমে সবারই এখন আলাপের বিষয় আসন্ন চাকসু নির্বাচন। নিজেদের ব্যালট বক্সে ভোট টানতে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছুটছেন অনুষদ থেকে অনুষদে। বাদ যাচ্ছে না ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, চায়ের দোকান কিংবা হলও। যেখানেই শিক্ষার্থীদের দেখা মিলছে করছেন কুশল বিনিময়, চাইছেন ভোটারদের ভোট ও দোয়া। শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও। এরই মধ্যে আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতিসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ইশতেহারও ঘোষণা করেছে সব প্যানেল। এদিকে সুষ্ঠুভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করতে এরইমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (১২ অক্টোবর) বিকালে...