পঞ্চগড়: প্রোগ্রাম চলাকালে বিদ্যুতের লোডশেডিং হওয়ায় নেসকোর দায়িত্বশীলদের কলিজা ছেঁড়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো, তাদের কলিজা কত বড়? কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? একদিন হইতো, দুইদিন হইতো কিচ্ছু বলতাম না, তিনদিনের তিনদিনই এটা হইছে। এ রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো, তাদের কলিজা কত বড়? কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ ১৬০ কিলোমিটার লংমার্চ শেষে শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ে গণমাধ্যমের মুখোমুখি হন সারজিস। এসময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, এটি পরিকল্পিতভাবে...