ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক পর্যায়ের একদল শিক্ষার্থী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর মিছিল নিয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের ক্যাম্পাসে ফিরে যান তারা। এসময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক সোয়া ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা সকাল থেকে কলেজ ক্যাম্পাসের জড়ো হতে থাকেন। সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন। ৪-৫ মিনিট অবস্থান করে নীলক্ষেত মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে যান। “তারা এসে একটি দাবিই জানিয়েছেন। তারা বলেছেন, সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলে তাদের কী হবে? তারা বলেছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক,...