অজ্ঞতা ও অবহেলার কারণে দেশে ক্রমবর্ধমান হারে ‘ডায়াবেটিক ফুট’ রোগে আক্রান্ত হয়ে পা হারাচ্ছেন অনেক মানুষ। ডায়াবেটিস হলে রোগীদের পায়ের রক্তনালিতে যেমন সমস্যা হয়, তেমনি দেখা দেয় স্নায়ুবৈকল্য। তাদের পায়ে জীবাণু সংক্রমণ ও আঘাতজনিত ঘায়ের ঝুকিঁও বেশি। সামান্য আঘাত থেকে একজন ডায়াবেটিক রোগীর পা বা আঙুলে জটিল সমস্যা তো হয়ই, এমনকি এ ধরনের সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস উপলক্ষে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও নিটোর হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ নুরুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে এম আজাদ খান। বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ উদ্দিন...