টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নেমেছে পাকিস্তান। এর মাধ্যমে প্রায় ১০ মাস পর আবারও সাদা পোশাক গায়ে চড়াল দলটি। এই ম্যাচে ব্যাট করতে নেমে তারা ফিরিয়ে এনেছে ২৫ বছরের পুরোনো স্মৃতি। লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে সাড়ে ৩ বছর পর টেস্ট ক্রিকেট ফিরে এসেছে। এই ম্যাচে পাকিস্তান টসে জিতেছে। অধিনায়ক শান মাসুদ নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যে ভুল নয়, সেটা প্রমাণ করল পাকিস্তান টপ অর্ডার। শুরুতে অবশ্য আব্দুল্লাহ শফিক ফিরে গেছেন অল্পেতেই। ৩ বলে ২ রান করে তিনি শিকার বনে গেছেন কাগিসো রাবাদার। তবে এরপরই পালটা আক্রমণ শুরু করেন ইমাম উল হক আর শান মাসুদ। দুজন মিলে ১০ ওভারেই তুলে ফেলেন ৫১ রান। ১০ ওভার শেষে এমন রান পাকিস্তান শেষ ৩ ওয়ানডেতেও তুলতে পারেনি।...