১২ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের পর ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছের আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ। আফ্রিকান বাছাইপর্বে সোমালিয়াকে শুক্রবার ৩-০ গোলে পরাজিত করে পঞ্চমবারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া। সেই দলের নেতৃত্বে ছিলেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা উইঙ্গার মাহরেজ। বাছাইপর্বের ম্যাচটিতে ৩৪ বছর বয়সী মাহরেজ এক গোল করা ছাড়াও বাকি দুই গোলে এ্যাসিস্ট করেছেন। এই জয়ে জি-গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে আলজেরিয়া। দাপুটে এই জয়ের পর মাহরেজ জানিয়েছেন আসন্ন বিশ্বকাপই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। একইসাথে তিনি জানান, রোনাল্ডোর মত তিনি নন, ৪০ বছর বয়সেও রোনাল্ডো যতটা শক্তিশালী তা সবার পক্ষে সম্ভব নয়। এ সময় মাহরেজ বলেন, ‘এটাই আমার...