যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমুদ্রবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে পুলিশ। বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দরের আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, সমাবেশ ও অতিরিক্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এর আগেই শাহ আমানত বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছিল নিরাপত্তা নজরদারি। সন্দেহজনক যাত্রীদের পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং বিমানবন্দর এলাকায় টহল বাড়ানো হয়েছে। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা তদারক করছে বিমানবাহিনীর নেতৃত্বাধীন একটি টাস্কফোর্স। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, বিমানবাহিনীর পক্ষ থেকে একটি টাস্কফোর্স কাজ করছে। আমাদের ফ্লাইট...