ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা বহির্ভূতভাবে অনিয়মের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির একটি ডিলারশিপ বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ তুলে এক আবেদনকারী জেলা প্রশাসকের বরাবর অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং ওই ডিলারশিপের কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ১২টি বিক্রয়কেন্দ্রের জন্য ২৩ জন আবেদনকারীর মধ্য থেকে ১১ জনকে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়। তাদেরই একজন হলেন গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ইউনিট (কুচিয়াগ্রাম বটতলা বাজার)-এর মো. অনিক শেখ। এ সময় নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানানো হয়, 'আবেদনপত্র যাচাই-বাছাই ও সরেজমিনে...