পাহাড় এখন অনেকটাই শান্ত। পাহাড়ে অশান্তিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে এমন লোকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হবে। উপদেষ্টা জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। দেড়লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। এবারের নির্বাচনে বিজিবির ১ হাজার ১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য নিয়োজিত থাকবে। ইতোমধ্যে ৬০ শতাংশ নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তাছাড়া এবারের নির্বাচনে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ‘ফ্যাসিস্টের লোকজন শারদীয় দুর্গাপূজা...