পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধ দুই জেলেকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কলসকাঠি ইউনিয়নের নারাঙ্গল গ্রামের সোহাগ হাওলাদা (৩২) ও একই এলাকার মো. সোহাগ হাওলাদার (২৪)। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, রবিবার সকাল ৬টার দিকে উপজেলার পাতাবুনিয়া-পাণ্ডব নদীর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালে মা-ইলিশ শিকার করছিল তারা। এ সময় মৎস্য বিভাগের অভিযান...