গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও হামাসের নিয়ন্ত্রণে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা নিয়ে শনিবার তেলআবিবে লাখ লাখ মানুষের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যোগ দিয়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জিম্মিদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন এবং এই অগ্রগতির কৃতিত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফিলিস্তিনি সূত্রমতে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গত ৪৮ ঘণ্টায় গাজার উত্তরাঞ্চলে প্রায় পাঁচ লাখ মানুষ ফিরে এসেছেন। এদিকে, মিশর যুদ্ধবিরতি চূড়ান্ত করতে একটি শীর্ষস্থানীয় বৈঠকের আয়োজন করেছে। মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র নিশ্চিত করেছে যে সোমবার শারম আল-শেখে এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পসহ প্রায় বিশজন বিশ্ব নেতা অংশ নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারও বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন। মিশরে যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সফর করবেন। শনিবারের তেলআবিব সমাবেশে তার...