দূতাবাস আরও জানায়, দুর্ঘটনায় আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের দেহ রোববারই দোহায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার বাঁকের ওপর কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।এর আগে চলতি সপ্তাহের শুরুতে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে। ওই আলোচনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়েছিল।চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে আগামী সোমবার মিশরীয় শহরটিতে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে।নিউজজি/এস আর দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার...