১২ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এএম আগের দিন লিওনেল মেসি আর্জেন্টিনার খেলা দেখেছেন গ্যালারিতে বসে। তাকে বিশ্রাম দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। কিন্তু গুরুত্ব বিবেচনায় বিশ্রাম পাননি ইন্টার মায়ামির ম্যাচে। পরের দিন মাঠে নেমে বিশ্বকাপজয়ী মহাতারকা করলেন জোড়া গোল। একটি গোলে করলেন সহায়তা। বড় জয় নিয়ে মাঠ ছাড়ল মায়ামিও। মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে আটলান্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। অন্য গোল দুটি করেন জর্দি আলবা ও লুইস সুয়ারেস। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সাপোর্টার শিল্ড ধরে রাখার সম্ভাবনা শেস হয়েছিল আগেই। এরপরও সেরা চারে থাকতে ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। যে কারণে শুরুর একাদশেই ছিলেন মেসি। জয় পেতেও তাই খুব একটা বেগ পেতে হয়নি মায়ামির। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট...