১২ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম গত কয়েক দশকে যেটি কমে আসছিল, সেই ভয়ংকর রোগটি আবারও ফিরে এসেছে। টাইফয়েড, যা এক সময় অ্যান্টিবায়োটিকে পরাজিত করতে পারত না, এখন ধীরে ধীরে এমন একটি শক্তিশালী রূপ নিয়েছে যা অনেক ধরনের ওষুধের প্রতিরোধী। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন টাইফয়েড এক ধরনের “ওষুধ-প্রতিরোধী শিকারি” এবং এটি সাধারণ চিকিৎসায় আর ধরা যাচ্ছে না। এই পরিস্থিতি দেখা দিয়েছে যুক্তরাজ্যের হাসপাতালে (ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড) ২০২৪ সালে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) জানিয়েছে, শুধু এই এক বছরে টাইফয়েড ও প্যারাটাইফয়েডের ৭০২টি নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। সংখ্যাটি আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। সংক্রমণ স্থানীয় নয়; বেশিরভাগ রোগী বিদেশ ভ্রমণের পর এই ব্যাকটেরিয়া নিয়ে ফিরেছেন। বিশেষত যেসব দেশে পানির ও খাবারের মাধ্যমে...