নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। রোববার (১২ অক্টোবর) ভোরে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন,“গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে দেশের জনগণ গর্বিত থাকতে চান। কিন্তু দুঃখজনকভাবে, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন,“ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে ওই কর্মকর্তারা অন্ধ সহযোগিতায় লিপ্ত ছিলেন। এর ফলে দেশে গুম ও খুনের একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে কিছু ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা ঠিক নয়। দায়ভার শুধুমাত্র...