আফগানিস্তানের তালেবান বাহিনী সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আফগান ভূখণ্ডে বিমান হামলার অভিযোগ তুলে শনিবার এই অভিযান চালানো হয়। রোববার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরদিন তালেবান-পরিচালিত প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায়। আফগান সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার প্রতিশোধ হিসেবে তালেবান বাহিনী সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েত খোয়ারজম বলেন, অভিযান মধ্যরাতে শেষ হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি প্রতিপক্ষ...