প্রিয় বন্ধু, সহকর্মী ও মহান শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে আমরা গভীর শোক ও বেদনায় স্তব্ধ। হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক বেদনাভরা সত্য আজ মেনে নিতে কষ্ট হচ্ছে—মনজুর ভাই আর নেই।আমি জানি, এই লেখা তার কাছে পৌঁছাবে না। তবু লিখছি, কারণ তাকে হারানোর এই বাস্তবতাকে মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। আমার অনেক অভিযোগ আছে তার প্রতি—তিনটি বড় অভিযোগ। প্রথমত, অসুস্থতার দীর্ঘ লড়াই থেকে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছিলেন, আমরা সবাই আশায় বুক বাঁধছিলাম যে, তিনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে। কিন্তু হঠাৎই সেই আশার সমস্ত সুতো ছিঁড়ে দিয়ে তিনি চলে গেলেন। দ্বিতীয়ত, আমি প্রশ্ন রাখি—এই কি যাওয়ার সময় ছিল তার? আগামী জানুয়ারিতেই তার ৭৫ বছর পূর্ণ হতো। ৭৫ কি এমন কোনো বয়স, যেখানে চলে যেতে হয়? কেন...