ফুটবল মাঠে অধিনায়কের ভূমিকা খুব একটা চোখে পড়ে না। ক্রিকেট মাঠে যেমন অধিনায়ক অনেক সিদ্ধান্ত নেন। ফুটবলে সেটা ভিন্ন। কোচের ওপরই মাঠের বেশিরভাগ সিদ্ধান্ত থাকে। তারপরও সবাইকে মাঠে খেলার স্পিডের সঙ্গে রাখার দায়িত্বটা পড়ে অধিনায়কের কাঁধেই। রেফারির সঙ্গেও নানা বিষয়ে আলাপ করতে হয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ঠিকঠাক একাদশে সুযোগ পাচ্ছেন না। সেজন্যই হামজাকে অধিনায়ক দেখতে চান সাবেক গোলকিপার আমিনুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল দাবার উদ্বোধন অনুষ্ঠানে এসে সাবেক এই অধিনায়ক ফুটবলের সাম্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন।হামজা বাংলাদেশ দলে খেললেও তার অভিজ্ঞতা ঢের। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার সিটির মতো ক্লাবে খেলছেন তিনি। বেশ কয়েকবার অধিনায়কের আর্মব্যান্ড পরেছেনও। সেজন্যই আমিনুল বলছেন,...