ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূল দলের পর এবার বয়সভিত্তিক দলও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টটিতে ২০০৭ সালের পর এবারই প্রথম সেমিফাইনালে উঠল তারা। চিলির সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ম্যাচজুড়ে বল দখল কিংবা আক্রমণের লড়াইয়ে এগিয়ে ছিল মেক্সিকো। ৬৭ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে মেক্সিকো। তবে গোলের দেখো পায়নি তারা। অন্যদিকে আর্জেন্টিনা ৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৬টি। মেক্সিকান গোলকিপারের ভুলে নবম মিনিটে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন মাহের কারিজো। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের এবারের বিশ্বকাপে এটি তৃতীয় গোল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। এরপর,...