ফর্মের সঙ্গে আবারও লড়াই করছেন সাকিব আল হাসান। কানাডা সুপার সিক্সটিতে তার দলও ভালো অবস্থায় নেই। শনিবার রাতে হোয়াইট রক ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে গেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। সেটাও ১৪ বল হাতে রেখে। সাকিব এদিন ব্যাটিংয়ের বেশি সুযোগ পাননি, বোলিংও করেননি। ভ্যানকুভারে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ১১৪ রান তোলে মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। ওপেনার জস ব্রাউনের ব্যাট থেকে আসে ২৫ বলে ১ চার ৭ ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস। এছাড়া নিক হবসনের ১০ বলে ১৪ আর ইসুরু উদানার ৮ বলে ১৬ রানের ক্যামিও ছিল। মাত্র এক বল খেলার সুযোগ পেয়ে সাকিব করেন ১* রান। দলের ১১৪ রানের মধ্যে প্রতিপক্ষ বোলাররাই ১৪ রান এক্সট্রা দিয়েছেন। রান তাড়ায় নেমে দারুণ শুরু করে হোয়াইট রক ওয়ারিয়র্স। দুই ওপেনার ক্রিস লিন...