সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে করতে আমরা প্রায় সবাই অদ্ভুত একটা জিনিসের মুখোমুখি হয়েছি। সেটা হলো, আমরা যখন যে মন কিংবা মেজাজে থাকি আমাদের সামনে সে টাইপেরই তথ্য কিংবা পোস্ট আসতে থাকে। কি অদ্ভুত! আমরা কোথাও সার্চ করছি না, কোথাও খুঁজছি না তার পরও আমাদের সামনে আমাদের মনমেজাজ বুঝে সোশ্যাল মিডিয়ায় তথ্য, উপাত্ত, পোস্ট আসতে থাকে। ফলে মানুষের মনে এ ধারণা উদয় হয়টাই স্বাভাবিক যে, যন্ত্রগুলো কি তাহলে আমাদের মনের গভীরতম ভাষা, অর্থাৎ অব্যক্ত চিন্তা, অনুভূতি এবং মেজাজকে বুঝতে পারছে। না, এটা একটি ভ্রান্ত ধারণা। মূলত এই ‘মাইন্ড রিডিং’-এর ধারণা একটি অতিরঞ্জিত মিথ, যা টেকনোলজি কোম্পানিগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে উদ্ভূত। বাস্তবে, যন্ত্রগুলো মন পড়ে না, তারা আমাদের ডেটাভিত্তিক আচরণকে বিশ্লেষণ করে প্রেডিকশন করে। যদিও সেফটির কথা চিন্তা করলে এটি উদ্বেগজনক...