ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এর আগে রেকর্ড ৬ বার শিরোপা ঘরে তুললেও আর্জেন্টিনা শেষবার যুবাদের এ বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। সেই থেকে দুই বছর পর পর হওয়া এ বৈশ্বিক টুর্নামেন্টে কোনো বারই কোয়ার্টার ফাইনাল বাধা পেরোতে পারেনি আকাশি-সাদারা। অবশেষে সেই বাধার দেয়াল ডিঙ্গিয়েছে আর্জেন্টিনা। চিলিতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে আজ রোববার ভোরে শেষ আটের ম্যাচে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তের হয়ে গোল দুটো করেছেন মাহের কারিসো ও মাতেও সিলভেত্তি। জয় নিয়ে মাঠ ছাড়তে অবশ্য কম বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। স্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে দুদলই শরীরনির্ভর ফুটবল খেলেছে। সে কারণে ম্যাচজুড়ে ছিল ফাউল আর কার্ডের ছড়াছড়ি। আর্জেন্টিনার ৬ হলুদ কার্ডের বিপরীতে মেক্সিকোও সমান ৬টি হলুদ কার্ড দেখেছে। তবে মেক্সিকোর দুজন ম্যাচের যোগ করা...