জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার বালাকৃষ্ণ রাজাগোপাল জানিয়েছেন, উত্তর গাজার যে সব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছেন, সেখানে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাচ্ছেন না। গতকাল শনিবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘(যুদ্ধের) মানসিক প্রভাব ও আঘাতের মাত্রা ভয়াবহ। উত্তর গাজায় ফিরে আসা লোকজনের মধ্যে আমরা এখন সেটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।’ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত শুক্রবার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এ ঘোষণার পরই উত্তর গাজার লাখ লাখ ফিলিস্তিনি তাদের নিজ এলাকা ফিরে যাচ্ছেন। গাজার বাসিন্দারা যুদ্ধবিরতি এবং ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে ৬৭,৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে...