কয়েক মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং গাজা নিয়ে অযৌক্তিক পরিকল্পনা করা ব্যক্তি বলে বর্ণনা করত গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামাসই এখন গাজা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের পরিকল্পনায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। এ বিষয়ে দুই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, গত মাসে অসাধারণ একটি ফোনকল সবকিছু বদলে দিয়েছে। ওই ফোনকলে হামাসকে এটা বোঝাতে সক্ষম হওয়া গেছে, যদি তারা সব জিম্মিকে মুক্তি দেয়, তবে মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত ইসরায়েলকে গাজা যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে রাজি করাতে সক্ষম হবেন। অথচ গাজা যুদ্ধে ইসরায়েলকে বেকায়দায় ফেলতে হামাসের হাতে একমাত্র অস্ত্র ভাবা হতো এই জিম্মিদের। অন্তত হামাস এমনটা মনে করত। সম্প্রতি একটি ফোনালাপের কথা বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায়। তাতে বলা হয়, সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...