ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি শুরু করবে গোষ্ঠী হামাস আগামী ১৩ অক্টোবর, সোমবার থেকে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, গাজায় এখনও ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত রয়েছে এবং ২৮ জনের দেহাবশেষ পাওয়া গেছে। তিনি বলেন, হামাস জীবিত জিম্মিদের পাশাপাশি মৃতদের দেহাবশেষও হস্তান্তর করবে।এর পাশাপাশি, ইসরায়েল গাজায় বন্দি থাকা ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তবে পুরো প্রক্রিয়াটি একদিনে হবে নাকি কয়েক দিনে ধাপে ধাপে, তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্প আরও বলেন, “গত দু’বছর ধরে গাজায় যা ঘটেছে, তা একটি বড় ট্র্যাজেডি।”গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং...