নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সম্পর্ক স্বাভাবিক করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (১১ অক্টোবর) দেশটির স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান কখনোই এমন একটি দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না, যারা শিশু হত্যাসহ গণহত্যার মতো জঘন্য অপরাধে লিপ্ত।” এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ‘নতুন এক ইতিহাস’ গঠনের ইঙ্গিত দেন। তিনি জানান, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি বৃহত্তর শান্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং ইরানও এই উদ্যোগের অংশ হতে পারে। ট্রাম্প আরও বলেন, “যেসব দেশ আগে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল, তারাও এখন সংলাপে যুক্ত হচ্ছে।”তিনি ইসরায়েল-ইরান বৈরিতার দীর্ঘ ইতিহাস ভেঙে নতুন শান্তি কাঠামোতে দুই দেশ আলোচনায় বসতে পারে বলেও ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে...