আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে আফগান বাহিনীর গোলাবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এ প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে ইসলামাবাদ। শনিবার (১১ অক্টোবর) আফগানিস্তানের দিক থেকে গোলাবর্ষণের পরই পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনারা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী ইটের বদলে পাথর দিয়ে জবাব দিচ্ছে। আফগান বাহিনীর বেসামরিক এলাকায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।’ তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের সেনারা সতর্ক ও প্রস্তুত রয়েছে, জনগণও তাদের পাশে আছে। নাকভির ভাষায়, ‘যেভাবে আমরা ভারতের আগ্রাসনের জবাব দিয়েছি, আফগানিস্তানের প্রতিক্রিয়াও হবে সেই রকম।’ পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, আফগান সীমান্তের বেশ কয়েকটি...