ঢাকা: গাজা গণহত্যার সমর্থক মারিয়া কোরিনা মাচাদোকে শান্তির নোবেল দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। রোববার (১২ অক্টোবর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানায়, ভেনেজুয়েলায় অবস্থিত ইরানি দূতাবাস এক্সে দেওয়া বার্তায় এ প্রতিক্রিয়া জানিয়েছে।বার্তায় বলা হয়, "গাজায় গণহত্যাকে ন্যায্যতা দেওয়া এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনের আহ্বান জানানো একজন ব্যক্তিকে 'শান্তি' পুরস্কারে ভূষিত করা, উন্নয়নশীল বিশ্বের প্রতি পশ্চিমাদের হস্তক্ষেপমূলক ও বিভেদমূলক দৃষ্টিভঙ্গির আরেকটি প্রমাণ।"ইরানি মিশন আরও বলে, "নোবেল কমিটির এই সিদ্ধান্ত শান্তি ধারণার প্রতি এক ধরনের উপহাস।"প্রসঙ্গত, গত শুক্রবার নোবেল কমিটি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে শান্তি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করে। তাকে গণতান্ত্রিক অধিকারের প্রচারক হিসেবে উল্লেখ করা হলেও, অনেক সমালোচক তার ইসরায়েলপন্থী অবস্থান এবং গাজা পরিস্থিতি নিয়ে দৃষ্টিভঙ্গিকে ঘিরে প্রশ্ন তুলেছেন।এর আগে মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি...