মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া অনেক আলোচনায় আছেন। প্রায় পাঁচ বছর প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, ১৯ সেপ্টেম্বর ঢাকার কাছে মাদানী এভিনিউতে মসজিদ আল-মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং আত্মীয় ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর নতুন স্বামী তানজিম তৈয়ব বর্তমানে দেশের এক নামকরা বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। বিয়ের পর তিনি শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গিয়েছেন। সফর চলাকালীন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তবে, স্বামীর সঙ্গে তোলা কোনো সেলফি এখনও প্রকাশ করেননি তিনি। এই সফরের মধ্যেই শ্রীলঙ্কার গালে এক ছবি পোস্ট করেন, যেখানে তিনি হাফপ্যান্ট পরিহিত। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলছেন, মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ের মধ্য দিয়ে তিনি ধর্মীয় অনুভূতির ইঙ্গিত দিয়েছিলেন,...