‘গুম ও মানবতাবিরোধী অপরাধে’ জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার উদ্যোগকে ‘স্বাগত জানিয়েছেন’ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার সকালে ফেইসবুকে এক পোস্টে সাধুবাদ জানিয়েছেন জামায়াতের আমির। তিনি লিখেছেন, “গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান। “দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন।” বিচারের এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে এবং ক্ষমতাচ্যুত সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকারের প্ররোচণায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। “তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে...