
বৈঠকে আগামী নির্বাচনকে ঘিরে দলগুলোর করণীয়, আসন সমঝোতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়। জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনে সমমনা দলগুলোর আসন সমঝোতা ও বৃহত্তর ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গণতন্ত্র মঞ্চের জোটগত বৈঠকে নেওয়া হবে বলে জানানো হয়। গণতন্ত্র মঞ্চের এক নেতা জানিয়েছেন, তারা যেহেতু বিএনপির সঙ্গে ৩১ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে ছিল, তাই এখনো বিএনপির সঙ্গে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। বৃহত্তর প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে তাই আরো বিস্তারিত আলোচনা প্রয়োজন। আরো পড়ুন :ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনাবাহিনী তিনি বলেন, আমরা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ৩১ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে আছি। তাই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরো...