২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে আগামী মঙ্গলবার ইসরায়েলের মুখোমুখি হতে যাচ্ছে ইতালি। এই ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলেন ইতালির কোচ জেনারো গাত্তুসো। কার্ড দেখায় খেলতে পারছেন না ইন্টার মিলানের ডিফেন্ডার অলসান্দ্রো বাস্তোনি। এছাড়া স্ট্রাইকার ময়সে কিয়ান চোটে আক্রান্ত হয়েছেন। বাস্তোনির অনুপস্থিতিতে গাত্তুসো তিনজন ডিফেন্ডারের নতুন ব্যাকলাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার আর করছেন না। নাপোলির আলেসান্দ্রো বুয়োঙ্গিওর্নোও চোটাক্রান্ত। বিকল্প খেলোয়াড় হিসেবে রয়েছেন মাত্তেয়ো গাব্বিয়া, জিয়ানলুকা মানচিনি এবং ডি লরেঞ্জো। ইতালি এই ম্যাচে জয়লাভ করলে প্লে-অফের জায়গা নিশ্চিত করে ফেলবে। ম্যাচটি অনুষ্ঠিত...