দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এক দ্বীপের কাছে চীনা কোস্ট গার্ডের জাহাজ ফিলিপিন্সের একটি নৌযানকে ধাক্কা মেরেছে ও জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ফিলিপিন্সের নিয়ন্ত্রণাধীন থিটু দ্বীপের কাছে হওয়া এ ঘটনা দক্ষিণ চীন সাগরের জলসীমাকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, ম্যানিলা একে ‘সুস্পষ্ট হুমকি’ও আখ্যা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপিন্সের কোস্ট গার্ড বলছে, স্থানীয় মৎস্যজীবীদের সুরক্ষা দিতে সরকারি এক কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোরের দিকে বিআরপি দাতু পাগবুয়াসহ ফিলিপিন্সের তিনটি নৌযান থিটু দ্বীপের (স্থানীয়দের কাছে পাগাসা দ্বীপ নামে পরিচিত) কাছে নোঙর করে। সেসময় তাদের ভয় দেখাতে চীনা জাহাজগুলো ছুটে আসে এবং জলকামান ব্যবহার করে বলে খবর পাওয়া গেছে। ঘণ্টাখানেক পর চীনা কোস্টগার্ডের একটি জাহাজ বিআরপি দাতু গাগবুয়াকে লক্ষ্য করে জলকামান থেকে পানি ছোড়ে এবং এরপর পেছন থেকে...