ঢাকা: সবশেষ সমন্বয়ের মাধ্যমে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে একটি বিজ্ঞপ্তিতে প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এই বাড়তি দাম অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) থেকে দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১০১ টাকায় বিক্রি হচ্ছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়। রুপার দামও সর্বশেষ সমন্বয় অনুযায়ী বাজারে নির্ধারিত হচ্ছে। এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ...