১২ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিলেন মাহের কারিজো। বদলি নেমে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুল করলেন মাতেও সিলভেত্তি। ফাউল আর কার্ডে ছড়াছড়ি শরীর-নির্ভর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে ফিফা যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় বাংলাদেশ সময় রোববার সকালে মেক্সিকোকে ২-০ গোলে হারায় লা-আলবাসিলেস্তে যুবারা। ম্যাচের যোগ করা সময়ে মেক্সিকোর দুজন দেখেন লাল কার্ড। ২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের চ্যাম্পিয়নরা। প্রতি দুই বছর পর হওয়া টুর্নামেন্টটির সর্বশেষ ৭ আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুলে বল পেয়ে দলকে এগিয়ে দেন কারিজো। ১৯ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের এবারের আসরে...