১২ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হতে যাচ্ছে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার বিকেল ৫টায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টেস। গত বছর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। কিন্তু এই বছর ভাগ্যের জোরে প্লে-অফে খেলার সুযোগ পায় তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩ উইকেটের জয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করে রংপুর। প্লে-অফে এলিমিনেটর ম্যাচে ঢাকা বিভাগকে ১ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখে রংপুর। এরপর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে জায়গা করে নেয় তারা। পয়েন্ট...