আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। ডান গোড়ালির ইনজুরিতে কিছুদিন ধরেই সমস্যায় ছিলেন তারকা এই ফুটবলার। তার ওপর প্যারিসে আজারবাইজানের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে দুবার গোড়ালিতে আঘাত পান। ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে এমবাপ্পের গোলেই এগিয়ে গিয়েছিল ফ্রান্স। ম্যাচ শেষের আগে অবশ্য তাকে মাঠ থেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম।এমবাপ্পের অনুপস্থিতিতে অক্টোবরের বিশ্বকাপের বাছাইপর্বে ফ্রান্সের ফরোয়ার্ড লাইনে ইনজুরির তালিকা লম্বা হলো। এরই মধ্যে ইনজুরি সমস্যায় দলের বাইরে রয়েছেন ওসমান ডেম্বেলে, ডিসায়ার ডুয়ে, মার্কোস থুরাম ও ব্র্যাডলি বারকোলা।ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) এক বিবৃতিতে জানানো হয়, ‘এমবাপ্পে সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।’ তারা আরও জানায়, ‘তিনি ক্লেয়ারফঁতেনে দলের অনুশীলন শেষে কোচের সঙ্গে কথা বলেন। কোচ তার না খেলার বিষয়টি স্বীকার করেছেন। এমবাপ্পেকে তার ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরত পাঠানো...