ক্যামেরুনে প্রায় ৪৩ বছর ধরে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট পল বিয়া। রবিবার (১২ অক্টোবর) অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আবারও জয়লাভের মাধ্যমে লৌহমুষ্ঠিতে আরও কিছুদিন দেশ শাসন করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশ্বের প্রবীণতম এই শাসকের বর্তমানে বয়স ৯২ বছর। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ১৯৮২ সালে ক্ষমতায় এসেছেন তিনি। ২০০৮ সালে তিনি রাষ্ট্রপ্রধান পদের মেয়াদ তুলে দেন। ডিভাইড অ্যান্ড কনকার বা বিভক্তি করে ক্ষমতা ধরে রাখার মৌলিক কৌশল ব্যবহার করে দেশে স্বৈরতন্ত্র চালানোর অভিযোগ থাকলেও, তার সরকার দাবি করে আসছে, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচনের মাধ্যমেই পদে বসা হয়। তবে এবার কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে প্রেসিডেন্ট বিয়ার পথে। তার অন্যতম প্রধানমন্ত্রী রয়েছেন সাবেক সরকারি মুখপাত্র ৭৬ বছর বয়সি ইসা চিরোমা, যিনি জনসমাবেশে সরকারবিরোধী মনোভাব জাগিয়ে তুলতে সম্ভব হয়েছেন। তার পেছনে কয়েকটি বিরোধী দল ও নাগরিক...