যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাক্সনর্ট শহরে একটি বিস্ফোরক কারখানায় গত শুক্রবার (১০ অক্টোবর) ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানায়, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। একিউরেট এনার্জেটিক সিস্টেমস নামের প্রতিষ্ঠানটির মালিকানাধীন এই কারখানাটি সামরিক ও ধ্বংসাত্মক কাজে ব্যবহার্য বিস্ফোরক তৈরি করত। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি ভবন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। বিস্ফোরণের আঘাতে কয়েক মাইল দূরের বাড়িঘরও কেঁপে ওঠে এবং ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হলেও হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস স্পষ্ট করেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদের গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র পাওয়ায় প্রাথমিকভাবে ভুলবশত তাদের মৃত বলে ধরা হয়। কোম্পানিটি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ আখ্যা দেয়। তবে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের...