আট ম্যাচে ছয় জয় খুলনার। এক হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর তৃতীয় ম্যাচে প্রথম জয় পায়। ফাইনালে ওঠার পথে তারা নয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে, তিনটি হার ও এক ম্যাচ পরিত্যক্ত হয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মোহাম্মদ মিঠুন ও আকবর আলীর দল। রংপুর জিতলে আকবরের হাতে উঠবে দ্বিতীয় শিরোপা, খুলনা জিতলে মিঠুনের প্রথম। ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। সিলেট স্টেডিয়ামে কাল ট্রফি নিয়ে পোজ দেওয়ার সময় দুই অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও আকবর আলী একে অন্যকে কেক খাইয়ে দেন। এরপর দুজনে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন। ফাইনালে জিততে চান মিঠুন। তিনি বলেন, ‘রংপুর শেষদিকে খুবই ভালো ক্রিকেট খেলছে। তারা বর্তমান চ্যাম্পিয়ন। ভালো দল। তাদের প্রতি আমাদের সম্মান আছে। তবে...