বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে এসে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল পর্তুগাল। ম্যাচের গোটা ৯০ মিনিটে ৩০-এর বেশি শট নিয়েও গোলের দেখা পায়নি পর্তুগিজরা। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর নেয়া পেনাল্টি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ের গোলে স্বস্তি ফেরে পর্তুগাল শিবিরে। গতকাল শনিবার রাতে লিসবনের মাঠে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় পর্তুগাল। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন রুবেন নেভেস। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। আর এতেই সমর্থকদের তিনি এনে দিয়েছেন উচ্ছ্বাসের দারুন এক মুহূর্ত। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে খেলছে পর্তুগাল। যেখানে তাদের সাথে আছে হাঙ্গেরি, আরমেনিয়া ও আয়ারল্যান্ড। নিজেদের খেলা প্রথম রাউন্ডে তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে পর্তুগাল। এতে বিশ্বকাপের টিকিট কাটার দৌড়ে এগিয়ে...