১২ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন দেশের আলোচিত গায়ক সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মিরপুর সেনানিবাস এলাকার সিএসডিতে বাগদান সম্পন্ন হয় তার। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা সানজিদা রহমান, পেশায় একজন সেনা কর্মকর্তা। শনিবার (১১ অক্টোবর) স্যোশাল মিডিয়ায় নিজের ফেসবুক প্রোফাইলে বাগদানের ছবি ও ভিডিও প্রকাশ করেন তানজীব। এরপরই গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। কণ্ঠশিল্পী জানান, তাদের এনগেজমেন্ট সম্পন্ন, একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুই পরিবারের কাছের মানুষজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সানজিদা রহমানের সঙ্গে পরিচয় নিয়ে তানজীব বলেন, ‘২০১৪ সালে আমার গাওয়া “দিল আমার” গানটি প্রকাশিত হয়। এরপর আমি ছায়ানটে গান শিখতে যাই। ছায়ানটে তখন নজরুলসংগীতে তালিম নিচ্ছিল সাবা। সেখানেই প্রথম...